Define Appertaining To Books দূরবীন
Title | : | দূরবীন |
Author | : | Shirshendu Mukhopadhyay |
Book Format | : | Hardcover |
Book Edition | : | Deluxe Edition |
Pages | : | Pages: 616 pages |
Published | : | January 1986 by আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড |
Categories | : | Fiction. Novels |
Shirshendu Mukhopadhyay
Hardcover | Pages: 616 pages Rating: 4.27 | 1775 Users | 76 Reviews
Narrative During Books দূরবীন
সাপ্তাহিক ‘দেশ’ পত্রিকায় দু-বছরেরও বেশি কাল ধরে ধারাবাহিকভাবে বেরিয়েছিল ‘দূরবীন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের জোরালো, সংবেদনশীল কলমে অন্যতম মহৎ সৃষ্টি। চলমান শতাব্দীর দুইয়ের দশকের শেষ ভাগ থেকে শুরু করে আটের দশক পর্যন্ত বিস্তৃত সময়ের প্ৰেক্ষাপটে সামাজিক জীবনের যাবতীয় পরিবর্তনকে এক আশ্চর্য কৌতুহলকর বিশাল কাহিনীর মধ্য দিয়ে ধরে রাখার প্রয়াসেরই অভিনন্দিত ফলশ্রুতি ‘দূরবীন উপন্যাস।তিন প্রজন্মের এই কাহিনীতে প্রথম প্রজন্মের প্রতিভূ জমিদার হেমকান্ত। এ-উপন্যাসের সূচনায় দেখা যায়, হেমকান্তের হাত থেকে কুয়োর বালতি জলে পড়ে গেছে, আর এই আপাততুচ্ছ ঘটনায় হেমকান্ত আক্রান্ত হচ্ছেন মৃত্যুচিন্তায়। বিপত্নীক হেমকান্ত ও রঙ্গময়ী নামের প্রবল ব্যক্তিত্বসম্পন্ন এক পুরোহিত্যকন্যার, গোপন প্রণয়কাহিনী ও আনুষঙ্গিক অন্যান্য পারিবারিক কাহিনী নিয়ে এ-উপন্যাসের প্রথম পর্যায়। দ্বিতীয় প্রজন্মের নায়ক কৃষ্ণকান্ত। দেবোপম রূপ ও কঠোর চরিত্রবল বালক কৃষ্ণকান্তকে দাঁড় করিয়েছে পিতা হেমকাস্তের বিপরীত মেরুতে। স্বদেশী আন্দোলনে উদ্বুদ্ধ কৃষ্ণকাস্তের ব্ৰহ্মচর্য-গ্রহণ ও দেশভাগের পর তাঁর আমূল পরিবর্তন-এই নিয়ে এ-উপন্যাসের দ্বিতীয় পর্য়ায়ের কাহিনী। তৃতীয় ও শেষ প্রজন্মের নায়ক ধ্রুব, বিশ শতকের উপান্তপর্বে এক দিগভ্ৰষ্ট, উদ্ধত বিদ্রোহী যুবা। ধ্রুবর স্ত্রী রেমি, যার সঙ্গে এক অদ্ভুত সম্পর্ক তার। কখনও ভালবাসা, কখনও উপেক্ষা, কখনও-বা প্রবল বিরাগ। অথচ রেমির ভালোবাসা শাত-আঘাতেও অবিচল। একদিকে রেমির সঙ্গে সম্পর্ক অন্যদিকে পিতা কৃষ্ণকাস্তের মধ্যে সেই ব্ৰহ্মচারী ও স্বদেশের জন্য উৎসর্গীকৃত প্রাণসত্তাটিকে খুঁজে না-পাওয়ার ব্যর্থতায় ক্ষতবিক্ষত ধ্রুবর আশ্চর্য কাহিনী নিয়েই শেষ পর্ব। শুধু তিন প্রজন্মের তিন নায়কের ব্যক্তিগত কাহিনীর জন্যই নয়, এ-উপন্যাসের বিশাল প্রেক্ষাপটে আরও বহু বিচিত্র ও কৌতুহলকর শাখা-কাহিনী, এবং এর চালচিত্রে স্বদেশী আন্দোলন, দেশভাগ ও স্বাধীনতা পরবর্তী উত্তাল দিনরাত্রির এক তাৎপর্যময় উপস্থাপনার জন্যও ‘দূরবীন’ চিহ্নিত হবে অবিস্মরণীয় সৃষ্টিরূপে।
শুধুদূরকেই কাছে আনে না, উল্টো করে ধরলে কাছের জিনিসও দূরে দেখায় দূরবীন। ‘দূরবীন’ উপন্যাসের নামকরণে যেমন সূক্ষ্মতা, রচনারীতিতেও তেমনই অভিনবত্ব এনেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। দ্বিস্তর এই উপন্যাসে সেকাল ও একাল, অতীত ও বর্তমান এক অনন্য কৌশলে একাকার।
Itemize Books Concering দূরবীন
Original Title: | দূরবীন |
ISBN: | 8170664365 (ISBN13: 9788170664369) |
Edition Language: | Bengali |
Rating Appertaining To Books দূরবীন
Ratings: 4.27 From 1775 Users | 76 ReviewsEvaluate Appertaining To Books দূরবীন
শীরষেনদুর লেখাতে সময হচছে মুখয বিষয তাঁর এই অসাধারণ কীরতি দূরবীন এ লেখক উনিশ শতকের ভারতের রাজনৈতিক পরিসথিতি এবং পরজনমগত বযাবধান(জেনারেশন গযাপ) খুবসাবলীল ভাবে ফুটিযে তুলেছেনআমার কাছে খুবই ভালো লেগেছে উপনযাস টা উপনযাসটা ফুটিযে তোলা হযেছে মূলত হেমকানত এবং ধরুবর (আমি না গলপের কযারেকটার :p ) জবানীর মাধযমে কিনতু আসলে এদের দুজনের কেউ ই এই উপনযাসের মূল নাযক ননআসল নাযক হচছেন কৃষণকানত উপনযাসটা দুইটা অংশে বিভকত, আর দুই অংশের বরণনাই লেখক চমৎকার ভাবে লিখে গিযেছেন একশোর উপরে অধযাযউপনযাসটায কিনতু কোথাও খারাপবইটিতে একটা আলাদা আকরষণ আছে যা শেষ পরযনত বইটা পডতে মনোযোগ ধরে রেখেছিল পুরো বইটা পডে একটি বারের জনযও ধরুব কযারেকটারটি আমার ভাল লাগেনি কৃষণকানতকেই পরধান চরিতর মনে হযেছে এবং পুরো বইটাতে হেমকানত, কৃষণকানত আর রঙগমযী চরিতর তিনটি মূল দৃষটি আকরষণ করেছেতিনটি চরিতর ই আলাদা রকম গুরুতবপূরণ এবং সুনদর কিনতু তিন পরজনমের মধযে ধরুব চরিতরটি তার জীবনে সব কষেতরেই হেরেছে এবং এইটাই হযতো তার পরাপয ছিলআমার অনেক আকরোশ চরিতরটির পরতিরেমি পরচনড সরল একটা কযারেকটারসে পরতিবাদ করতে জানে না কিনতু সমাপতিটা এইরকম না হলেও
আমার পডা অনযতম ফালতু উপনযাসহেমকানতের পরবাহটা নিঃসনদেহে ভাল লেগেছেকিনতু ধরুব রেমির অধযাযগুলা এতটাই বিরকতিকর লেগেছে যে পডার সময মনে হযেছে তাডাতাডি শেষ করতে পারলেই বাচিনাযিকা জান দিযে ভালবাসবে আর নাযক হেযালি করে বেডাবে,পাততা দিবেনা এই থিমটুকুর উপর অরধেক বই নিযে গেছেন লেখকঅনেকটা লুতুপুতু টাইপ উপনযাস হযে গেছে তযানাপযাচানী,তযানাপযাচানী,তযানাপযাচানী.....আমার পডা এখন পরযনত সবচে বিরকতিকর বই-চরিতর হচছে ধরুবধরুব-রেমির পরবাহটা কারো ভাল লাগলে আমি জোর গলায তাকে বলবো,আপনি ভাই জি বাংলা,জলশা,সটার পলাসের সিরিযাল
১৯২৯ সালের শীতকালের এক ভোরে হেমকানত চৌধুরির হাত থেকে দডি সমেত কুযোর বালতি জলে পডে গেল ... নেশা ধরে গিযেছিল পরথম লাইন থেকেই মধযবযসী বিপতনীক আতমভোলা জমিদার হেমকানত চৌধুরির হাত থেকে কুযোর বালতি পডে যাওযা এবং তা থেকে উদভূত মৃতযুচিনতার মধয দিযেই পরথম অধযাযের পরিসমাপতি ভারতবরষের কষযিষণু জমিদারীর পরথার আবছা আভাসও পাওযা গেল এখানে দবিতীয অধযাযের শুরুতেই চমক! ১৯২৯ সালের অবিভকত ভারতবরষ থেকে এক লাফে গলপ চলে এসেছে আশির দশকের আধুনিক কলকাতায! মহানগরীতে গভীর রাতরে রাসতায মাতলামী করতে থাকা এক বোহেমিযান (সুপুরুষ
আমি শীরষেনদু মুখোপাধযাযের লেখার একজন বডসড ভকত ওনার লেখা পডতে সবসমযই আমার ভীষণ ভালো লাগে কিনতু এই বইযের বযাপারটা একটু ভিনন এই বইটা এর আগে আমি আরও দুইবার পডার চেষটা করেছি তৃতীযবার এসে অনেক কষটে পুরোটা পডতে পারলাম এবং খুবই হতাশ হলাম! ধরুব আর রেমির পরেম কাহিনী খুবই বিরকতিকর লেগেছে মাতাল ছেলের সবভাব বদলাতে তাকে বিযে দিযে দেওযার বযাপারটা খুবই ফালতু ছিল ধরুব চরিতরটিকে একটু বেশিই লাগামছাডা মনে হযেছে আর বই জুডে এতোসব রাজনৈতিক জটিলতা!! সে তুলনায হেমকানতের অংশটুকু ভালো ছিল
Can read this book again n again!
পরিয বইগুলোর মধযে একটি, অসাধারণ ভাললাগার মতো একটা বই
0 Comments